জেনে রাখুন, সুস্থ থাকুন
থাইরয়েড হয়েছে কিনা বুঝবেন যেভাবে?
আমেরিকার মত উন্নত দেশে ২৭ মিলিয়ন থাইরয়েড রোগী আছে আর তার ৫০ ভাগের বেশী লোকই তা জানে না যে তার এই রোগ আছে। থাইরয়েড শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থি। থাইরয়েডের প্রধান কাজ হলো মেটাবলিজম এবং মস্তিষ্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় হরমোন তৈরি করা। সমস্যার শুরুটা হয় যখন থাইরয়েড গ্রন্থির গোড়ায় ছোট একটি মাংসপিণ্ড বেড়ে ওঠে, যা হরমোনের স্বাভাবিক উৎপাদনে ব্যাঘাত ঘটায়। থাইরয়েডের সমস্যা বলতে সাধারণত Hypothyroidism কে বোঝানো হয়। তবে hyperthyroidism কিংবা goiter ও হতে পারে। থাইরয়েড গ্রন্থি তে টিউমার ও হতে পারে। একে নডিউল বলে। এক কিংবা একাধিক হতে পারে এই টিউমার সংখ্যায়। এমনকি খুব খারাপ অবস্থা হলে এটি আপনাকে ক্যান্সার পর্যন্ত নিয়ে যেতে পারে। থাইরয়েডে সমস্যার লক্ষণগুলো কিছুটা অস্পষ্ট থাকে। শুরুতে এর লক্ষণগুলো অবহেলা করার কারণে পরবর্তিতে এটি বড় আকার ধারণ করে থাকে। থাইরয়েডে সমস্যার লক্ষণসহ এ রোগের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাক, কান গলারোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডা. মো. আসাদুজ্জামান লিটন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগের আবাসিক সার্জন হিসেবে দায়িত্বপালন করছেন।