রোজা রাখতে ডায়াবেটিক রোগীদের সাধারণত কোনো নিষেধ নাই। কারও কারও জন্য ঝুঁকি বেশি থাকতে পারে। ডায়াবেটিসের রোগী, যাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তাঁরা বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে রক্তে শর্করা বা চিনির স্বল্পতা (হাইপোগ্লাইসেমিয়া), রক্তে শর্করা বা চিনির আধিক্য (হাইপারগ্লাইসেমিয়া), ডায়াবেটিস কিটোএসিডোসিস ও পানিশূন্যতায় ভুগতে পারেন।
যাঁরা শুধু খাবার ও ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, তাঁদের রোজা রাখার ঝুঁকি কম। যাঁরা মেটফরমিন ও গ্লিটাজোনস-জাতীয় ওষুধ গ্রহণ করেন, তাঁদেরও ঝুঁকি কম। ডায়াবেটিস রোগীদের রোজা পালনে করনীয় এবং সতর্কতা নিয়ে আলোচনা করেছেন ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও ওবেসিটি বিশেষজ্ঞ ডা. এ হাসনাত শাহীন।
তিনি ইমপালস হাসপাতালের কনসাল্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাপয়েনমেন্টর জন্য যোগাযোগ করতে পারে- মোবাইল: ০১৭১৫ ০১৬৭২৭ হটলাইন: ১০৬৪৪