জেনে রাখুন, সুস্থ থাকুন

খালিপেটে না ভরাপেটে? কোন ওষুধ কখন খাবেন

Published

on

আমরা যখন রোগীদের সমস্যা শুনে ঔষধ লিখি তখন কোন ঔষধ খালিপেটে আবার কোনটা ভরাপেটে খাওয়ার পরামর্শ দেই। ওষুধ খাওয়ার যে নির্দিষ্ট নিয়ম ও সময় আছে, তা ঠিকমতো মানা উচিত। সঠিক নিয়ম মেনে না খেলে রোগ সারার সম্ভাবনা কমে যায়। কোন ওষুধ কখন খাবেন তা নিয়ে কিছু জানা-অজানা তথ্য তুলে ধরা হলো। যাতে রোগীরা সচেতন হতে পারবে।

ব্যথার ঔষধ
ভরাপেটে খেতে হবে ব্যথার ঔষধ। একই সাথে গ্যাসের ঔষধ খাওয়া উচিৎ। দীর্ঘ দিন ধরে ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ব্যথা কিছুটা কমে গেলেই এসব ঔষধ খাওয়া বন্ধ করতে হবে। আর রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ ছাড়া অবশ্যই খাওয়া যাবেনা। কেননা ব্যথার ঔষধ খেলে কিডনির জটিলতা হতে পারে।

গ্যাস ও বমির ঔষধ
অধিকাংশ গ্যাসের ঔষধ খালিপেটে খেতে হয়। খাওয়ার আধা ঘন্টা আগে খেতে বলা হয়, কারন এতে আগে ভাগেই পাকস্থলীতে এসিড সিক্রেশন বন্ধ রেখে পাকস্থলীর সুরক্ষা নিশ্চিত করে। অপরদিকে বমির ঔষধও খালিপেটে খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হয়। এতে নার্ভ ব্লক হয় এবং গ্যাস্ট্রিক মটিলিটি কমে গিয়ে বমির উদ্রেক বন্ধ করে।

কোলেস্টেরলের ঔষধ
এটি রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খালিপেটে খেতে হয়। তাহলে এবজর্পশন ভালো হয়। না হলে ঔষধের ৩০% পায়খানার সাথে বের হয়ে যায়, যা কিনা খালিপেটে ঔষধ খেলে হয়না।

থাইরয়েড হরমোনের ঔষধ
এজাতীয় ওষুধ সাধারণত খালিপেটে সকালে খেতে হয়। ২ ঘন্টা আগে খাওয়া ভালো। এবজর্পশন হয় ৮০% এর বেশি। অধিকাংশ রোগী জানান ২ ঘন্টা আগে খাওয়া সম্ভব হয়না। সেক্ষেত্রে কমপক্ষে ১ ঘন্টা আগে খাওয়া বাধ্যতামূলক। আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই সময়ে কোনো গ্যাস, ডায়াবেটিস এর ঔষধ বা অন্য কোনো কিছু খাওয়া যাবেনা।

Advertisement

ইনহেলার
ইনহেলার ব্যবহারের পর অবশ্যই কুলি করবেন।
Vitamin-D or Cholecalciferol:
এই গ্রুপের মেডিসিন, যা আমরা ক্যালসিয়াম এর ঘাটতি পূরনের জন্য ৬-৮ সপ্তাহের জন্য প্রেস্ক্রাইব করি সেটা প্রতি সপ্তাহে সকালে খালিপেটে খেতে হবে।

আয়রন ট্যাবলেট
খালিপেটে খাওয়া উচিৎ আয়রন ট্যাবলেট। কেননা খালিপেটে আয়রনের absorption বেশি হয়। কিন্তু অনেক রোগী জানান এতে তাদের অস্বস্তি হয়। যেমন- পেট ভুটভুট বা পেট ফাপা। সেসব ক্ষেত্রে ভরা পেটে খাওয়া যেতে পারে।

আয়রন ও ক্যালসিয়ামের ট্যাবলেট
আমরা যখন রোগী কে আয়রন ক্যাপসুল দেই তখন ক্যালসিয়াম এর ঔষধ দেইনা। মনে রাখা জরুরী, আয়রন আর ক্যালসিয়াম এর ঔষধ একই বেলাতে কখনও খাওয়া যাবেনা। কারন ক্যালসিয়াম ট্যাবলেট আয়রনের absorption এ বাধার সৃষ্টি করে।

যে ওষুধ চুষে খাবেন
কিছু ওষুধ চুষে খেতে হয়। যেমন-

  • কৃমিনাশক: Albendazole
  • ভিটামিন সি: Ascorbic Acid:Ceevet (Vitamin c)
  • গ্যাস্ট্রিকের: Aluminium Hydroxide+Magnesium Hydroxide ইত্যাদি।
  • যে ওষুধ পানির সাথে মিশিয়ে খেতে হয়
  • কিছু ওষুধ পানির সাথে মিশিয়ে খেতে হয়। যেমন-

  • UTI- এর জন্য Urikal(Citric Acid monogydrate+potassium Citrate)
  • ক্যালসিয়াম + ভিটামিন সি জাতীয় ওষুধ
  • ডা. তাহমীদ কামাল
    এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন )
    পেইন, আর্থ্রাইটিস, প্যারালাইসিস এ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ।
    যোগাযোগ – ০১৬১৬৭১৭৮৮১

    Advertisement

    Trending

    Exit mobile version