যৌন স্বাস্থ্য

দাঁতের সমস্যা : মাঝেমধ্যে মাড়ি ফুলে ওঠে; কখনো কখনো পুঁজ হয়

সমস্যা: আমার বয়স ২৪ বছর। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক বছর আগে আমার একটি দাঁতে গর্ত হয় এবং ধীরে ধীরে সেটি বড় হতে থাকে। খাবার খেলে প্রচণ্ড ব্যথা হয়। ঠান্ডা বা গরম খাবার খেলে দাঁতে বেশি ব্যথা করে। পরে চিকিৎসকের কাছে গিয়ে ফিলিং করিয়ে নিই।এখন অন্য পাশের কয়েকটি দাঁত একইভাবে আক্রান্ত হয়ে অর্ধেক ভেঙে গেছে। আর […]

Published

on

সমস্যা: আমার বয়স ২৪ বছর। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক বছর আগে আমার একটি দাঁতে গর্ত হয় এবং ধীরে ধীরে সেটি বড় হতে থাকে। খাবার খেলে প্রচণ্ড ব্যথা হয়। ঠান্ডা বা গরম খাবার খেলে দাঁতে বেশি ব্যথা করে। পরে চিকিৎসকের কাছে গিয়ে ফিলিং করিয়ে নিই।
এখন অন্য পাশের কয়েকটি দাঁত একইভাবে আক্রান্ত হয়ে অর্ধেক ভেঙে গেছে। আর বাকিটুকু কালো হয়ে গেছে। মাঝেমধ্যে মাড়ি ফুলে ওঠে। কখনো কখনো পুঁজ হয়। ফলে খাবার খেতে সমস্যা হয়। এ অবস্থায় পরামর্শ দিলে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা।

পরামর্শ: আপনার দাঁতে ক্ষয়রোগ হয়েছে। দীর্ঘদিন ধরে এ ক্ষয়রোগ থাকায় আস্তে আস্তে দাঁত ও মাড়িতে থাকা নরম কোষ, মজ্জা, স্নায়ু প্রভৃতি আক্রান্ত হয়েছে।
এ কারণে মাড়ি ফুলে ব্যথা হচ্ছে ও পুঁজ বের হচ্ছে। আপনার দাঁতের এ অবস্থায় শুধু ফিলিং করলে কাজ হবে না।
এখন আপনার একমাত্র চিকিৎসা রুট ক্যানেল। সেই সঙ্গে দাঁতে ক্যাপ করিয়ে নিতে হবে। আপনি দেরি না করে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিন। ভালো হয়েযাবেন।
পরামর্শ দিয়েছেন
সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান
দন্ত সংযোজন বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল

Trending

Exit mobile version