নির্বাচিত

বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ছাড়াল, মৃত্যু সাড়ে ২১ লাখ

Published

on

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ কোটি দুই লাখ ৮৫ হাজার পাঁচশ ১৭ জন এবং মারা গেছে ২১ লাখ ৪৯ হাজার চারশ ৬১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে সাত কোটি ২২ লাখ ৯২ হাজার নয়শ ৮৪ জন। সে হিসেবে বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ।

সারাবিশ্বে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৫৮ লাখ ৪১ হাজার দু’শ ২৩ জন। তাদের মধ্যে এক লাখ ১০ হাজার দু’শ ৬০ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে যথাক্রমে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার

Advertisement

Trending

Exit mobile version