করোনা মোকাবেলায় মেডিকেল মাইক্রোবাইয়োলজিস্টস সোসাইটির উদ্যোগ

বাংলাদেশে প্রাণঘাতী করোনভাইরাস মোকাবেলায় পেশাগত দক্ষতা ও কর্মরতদের প্রশিক্ষণসহ সব ধরণের সেবা দিতে প্রস্তুত বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টস।

আজ সোমবার (২০ এপ্রিল) সংগঠনের সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন মিয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মোর্শেদ এর পক্ষে দপ্তর সম্পাদক ডা. আজিজন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টস বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ও করোনা পরবর্তী অবস্থায় স্বাস্থ্য সেবায় অবদান রাখতে ইচ্ছুক। এ বিষয়ে সরকার চাইলে সংগঠনটির সদস্যরা পেশাগত দক্ষতা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এতে আরও বলা হয, সরকার করোনা শানাক্তকরণে বিভিন্ন স্থানে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করেছে। এসব স্থানে ভাইরোলজিস্ট, মাইক্রোবাইয়োলজিস্ট এবং টেকনোলজিস্টরা কাজ করছে। তারা তাদের নিরাপত্তা এবং নির্ভুল ও মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিটি দেখতে দেখুন নিচে

Exit mobile version