নির্বাচিত

বাংলাদেশ এখনও করোনা ভাইরাসমুক্ত, ৮৫ নমুনা পরীক্ষা (২৯ ফেব্রুয়ারি)

Published

on

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত ২১ জানুয়ারি থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনা ভাইরাস (কোভিড-১৯) সন্দেহে মোট ৮৫ জনের শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করেছে। কিন্তু তাদের শরীরে এই ভাইরাস পাওয়া যায়নি। অর্থাৎ এখনও বাংলাদেশে কেউ কোভিড-১৯ আক্রান্ত হননি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত দেশে মোট তিন লাখ ৬৭ হাজার ৪১ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৫৭০ জনকে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মংলা সমুদ্রবন্দরে স্ক্রিনিং করা হয়েছে চার হাজার ১৫৭ জন, ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনে তিন হাজার ৬৪০ জন, আর অন্যান্য চালু স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং করা হয়েছে এক লাখ ৭৭ হাজার ৮৩১ জনকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ২৯৪ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৫ জন। মোট রোগীর মধ্যে চীনে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৬৩০ জন, আর সেদেশে মারা গেছেন দুই হাজার ৮০৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় চীনে ৩২৯ জন নতুন রোগী পাওয়া গেছে, যা এক মাসের মধ্যে সবচেয়ে কম।

নতুন করে ব্রাজিল, ডেনমার্ক, এস্তোনিয়া, জর্জিয়া, গ্রিন, নরওয়ে, পাকিস্তান, রোমানিয়া এবং উত্তর মেসিডোনিয়া— এই ৯টি দেশ কোভিড-১৯ আক্রান্ত দেশের তালিকায় ‍যুক্ত হয়েছে।

Advertisement

Trending

Exit mobile version