নির্বাচিত

বিশুদ্ধ অক্সিজেনের জন্য গুনতে হবে ২৯৯ টাকা

Published

on

একটু ভালোভাবে শ্বাস নেওয়ার জন্য দাম দিয়ে বিশুদ্ধ অক্সিজেন কিনছেন লোকেরা। ভারতের রাজধানী দিল্লিতে দূষণের মাত্রা সব থেকে বেশি। আর তাই এখানে গড়ে তোলা হয়েছে বিশুদ্ধ অক্সিজেন বিক্রির বার। এতে ১৫ মিনিট শ্বাস নেওয়ার জন্য গুনতে হবে ২৯৯ টাকা।

মে মাসে শুরুতে চালু হয়েছে ‘‌অক্সি পিওর’ নামের এ অক্সিজেন বারটি‌। এর প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আর্যবীর কুমার। সাত ধরনের সুগন্ধী অক্সিজেন মিলবে এখানে। লেমনগ্রাস, কমলা, দারুচিনি, পুদিনা, স্পেয়ারমিন্ট, ইউক্যালিপ্টাস, ল্যাভেন্ডার।

এই বারে কর্মরত বনি ইরেঙ্গবাম জানান, বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হবে। ‌গ্রাহকদের একটি করে টিউব দেওয়া হবে। তার মাধ্যমেই অক্সিজেন গ্রহণ করতে পারবেন। ১৫ মিনিটের জন্য। একজন গ্রাহক দিনে একবারই ১৫ মিনিটের জন্য বিশুদ্ধ অক্সিজেন গ্রহণের সুযোগ পাবেন।

তার দাবি এ অক্সিজেনের অনেক গুণাগুণও রয়েছে। শুধু শরীর নয়, বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করলে মনও ভাল থাকবে। অবসাদ দূর হবে। মাথা অনেক ভালভাবে কাজ করবে।বনির কথায়, ঘুমও ভালো হবে। সেই প্রভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। হজম শক্তি বাড়বে। কাজকর্মে উৎসাহ বাড়বে।

১৫ মিনিট ফ্লেভারড অক্সিজেন নেওয়ার ন্যূনতম খরচ ২৯৯ টাকা। তবে ফ্লেভার অনুযায়ী দামের হেরফের হয়। খুব শিগগিরই দিল্লি বিমানবন্দরেও ‘‌অক্সি পিওর’‌–এর শাখা খোলার পরিকল্পনা রয়েছে।

Advertisement

দিল্লির বাতাসের যা অবস্থা, তাতে সপ্তাহে অন্তত একবার এই বারে গেলে আয়ু কিছুটা হলেও বাড়তে পারে বলে দাবি কর্তৃপক্ষের।

Trending

Exit mobile version