বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মেডিকেল অফিসার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। আজ রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে আরও বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর নির্বাচনী বোর্ডের সুপারিশক্রমে এবং গতকাল শনিবার (২ নভেম্বর) সিন্ডেকেটের সিদ্ধান্ত ও অনুমোদন অনুযায়ী নিম্নলিখিত প্রার্থীগণকে মেধার ভিত্তিতে রুল নম্বরের ক্রমানুসারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো।
প্রসঙ্গত, গত ১২ মে বিএসএমএমইউর মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার (ডেন্টাল সার্জারি) পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় এক পদের জন্য চারজন পাস করেন। এ হিসাবে ৭১৯ জন মেডিকেল অফিসার ও ডেন্টালের ৮১ জন মিলে মোট ৮২০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
কিন্তু পরীক্ষায় দুর্নীতি, অনিয়ম, স্বজন প্রীতির অভিযোগে তা বাতিল ও পুনঃপরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলন শুরু করেন ‘সুযোগবঞ্চিত’ চিকিৎসকরা।
এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে গত ১৯ মে আলাদা দুটি রিট দায়ের করেন পরীক্ষায় অংশ নেয়া চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে মেডিকেল অফিসার নিয়োগের মৌখিক পরীক্ষায় স্থগিতাদেশ দেয় আদালত। পরে চেম্বারজজ ওই আদেশে স্থিতিবস্থা জারি করলে আবারও মৌখিক পরীক্ষা শুরু হয়।
উল্লেখ্য, এর আগে মেডিকেল অফিসার পদে নিয়োগের লিখিতপরীক্ষা দুইবার স্থগিত করে বিএসএমএমইউ।