নির্বাচিত

শনিবার শুরু হচ্ছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার পিডিকিডস ২০২৪

Published

on

বাংলাদেশে শিশুেদের কিডনি সংক্রান্ত রোগ পেরিটোনিয়াল ডিজিজ সংক্রান্ত ২ দিনের আন্তর্জাতিক সেমিনার পিডিকিডস২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬-২৭ অক্টোবর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে ডা. এম আর খান শিশু হাসপাতাল অ্যান্ড আইসিএইচ।

২য় বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সেমিনারে ৬টি দেশের ১২ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট আয়োচক হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজনের সহযোগি হিসেবে রয়েছে প্যাডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অফ বাংলাদেশ (পিএনএসবি), আন্তর্জাতিক প্যাডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোশিয়েশন (আইপিএনএ), শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন

উল্লেখ্য, শিশুরাও অনেক ক্ষেত্রে কিডনি রোগে আক্রান্ত হয়। দেশের হাসপাতালগুলোতে আগত শিশু রোগীর ৫ থেকে ৭ শতাংশ শিশুই কিডনি রোগে আক্রান্ত। আক্রান্ত শিশু রোগীদের চিকিৎসা সেবা প্রদানে দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে ৬০ থেকে ৭০ জন শিশু কিডনি রোগ বিষয়ক চিকিৎসক বিভিন্ন হাসপাতালে কর্মরত আছেন।

Trending

Exit mobile version