গর্ভাবস্থায় রক্তক্ষরণ বা রক্তপাত – কখন স্বাভাবিক, কখন নয়

পুরো গর্ভকালে কোনো গর্ভবতী নারীর এক ফোঁটা রক্তপাত হলেও তা গর্ভকালীন রক্তপাতজনিত সমস্যা। এটি একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা, যা হতে পারে গর্ভাবস্থার প্রথম তিন মাস, মাঝের তিন মাস বা একেবারে শেষ সময়ে বা সন্তান ডেলিভারির সময়েও। তবে সময়মতো সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো যায়।

গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে অনেক সময় রক্তক্ষরণ হয়। বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ হলেও অর্ধেকের বেশি বাচ্চার কোন সমস্যা না। এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডাঃ মুনিরা ফেরদৌসী।

আলোচক:
অধ্যাপক ডা. মুনিরা ফেরদৌসী। তিনি শহীদ সোহরাওয়ার্দ�� মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি, স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারত থেকে বন্ধ্যাত্ব চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং জরায়ু ও স্তন ক্যান্সার সনাক্তকরণ প্রশিক্ষণের প্রশিক্ষক ও কলপোস্কপি ট্রেইনিং এর মাস্টার ট্রেইনার।

অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন-
ডা. প্রিয়াংকা পোদ্দার (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ)
গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

—————————————————–
হালকা রক্তপাত : ঋতুস্রাব নাকি গর্ভধারণের আগাম সংকেত
01. গর্ভাবস্থায় রক্তপাত কখন ঝুঁকিপূর্ণ
02. গর্ভবতীর ৫টি বিপদ চিহ্ন
03. গর্ভাবস্থায় যোনি থেকে রক্তপাত বা দাগ লাগা (স্পটিং)
04. গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে রক্তক্ষরণ কেন হয়?
05. গর্ভাবস্থায় রক্তক্ষরণ কী? এর কারণ এবং প্রতিকার
06. গর্ভাবস্থায় যোনি রক্তপাত বন্ধ করুন
07. গর্ভাবস্থায় রক্তপাত বন্ধের উপায় – গর্ভাবস্থায় রক্তপাত কেন হয়
08. গর্ভপাতের পর কতদিন রক্তপাত হয় – গর্ভাবস্থায় শেষ ৩ মাসের সতর্কতা
09. গর্ভাবস্থায় রক্তপাত বন্ধের ওষুধ
10. গর্ভাবস্থায় প্রথম মাস – গর্ভাবস্থায় পানি কমে গেলে করণীয়
11. প্রেগনেন্সির দ্বিতীয় মাসে রক্তপাত দেখা দিলে কি করনীয়
গর্ভবতী হওয়ার পর কি মাসিক হয়

Exit mobile version