বাংলাদেশ সরকার ১৫ কোটি জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিনবে

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  দেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য ১১৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ১৫ কোটি স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীন এসব বড়ি কেনা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম। তিনি সাংবাদিকদের বলেন, মেসার্স ফেইম কেয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। এ ছাড়া ৬৫ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য ৬০ হাজার বাক্স ডিডিএস কিটস কেনা হবে বলে জানান অতিরিক্ত সচিব। একইসঙ্গে এ কর্মসসূচির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে নেদারল্যান্ডস থেকে সাড়ে ৩ লাখ সিঙ্গল রড ইমপ্ল্যান্ট কেনা হবে। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের ২৭টি অংশীদারিত্ব চুক্তির ‘কন্ট্রাক্ট ভেরিয়েশন’ প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), কেএফডবিস্নউ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘নগরাঞ্চল উন্নয়ন প্রকল্পে’র ব্যবস্থাপনা, নকশা ও তদারকি কাজের পরামর্শক হিসেবে হিফাব এন্টারপ্রাইজ জেভি’র নিয়োগ প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৬৯ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া ১১ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে একই প্রকল্পের পৌরসভার সক্ষমতা উন্নয়ন কাজের পরামর্শক নিয়োগ পেয়েছে ব্রিজব্যান সিটি এন্টারপ্রাইজ।

এডিবি, কেএফডবিস্নউ, জেএফপিআর ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় ‘টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নকশা ও তদারকি কাজের পরামর্শক নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ২৫ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে এ কাজের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে নেদারল্যান্ডসের ইউরো কনসালটেন্ট মট ম্যাগডোনাল্ড লিমিটেড। একই প্রকল্পের প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও তদারকি কাজের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে হিফাব এন্টারপ্রাইজ জেভি। এক্ষেত্রে খরচ হবে ১৪ কোটি ১৫ লাখ টাকা।

Exit mobile version