অনেকেরই ধারণা জন্মের পর থেকে শিশুর যত্ন নিতে হয়। ব্যাপারটা আসলে তা নয়। গর্ভাবস্থা থেকেই শিশুর বিশেষ যত্নের প্রয়োজন। সেই সঙ্গে সবল বাচ্চা জন্ম দিতে হলে মায়েরও সুস্থ থাকাটা বেশ জরুরি। এ রকমই শিশু ও মায়ের যত্ন নিয়ে কথা হবে স্বাস্থ্য টিভির এ পর্বে।
এই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন। লাইভ কমেন্ট অপশনে প্রশ্ন বা মন্তব্য করে যুক্ত থাকুন আমাদের সাথে।
অতিথি হিসেবে থাকছেন-
ড. হালিদা হানুম আখতার
মা ও শিশু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
এমবিবিএস, এমপিএইচ, ড. পিএইচ.
ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল হেলথ,
জনস হপকিন্স ��্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, ইউএসএ।
প্রাক্তন এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট- পরিচালক ও চিফ অফ পার্টি
মহাপরিচালক -এফপিএবি।
লুবনা ইয়াসমিন
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জনস্বাস্থ্য গবেষক।
এমপিএইচ (জেপিজিএসপিএইচ), এম.এস.এস (ভিআরজে- ডিইউ), এলএল.এম, এম.এস.এস ( পল. সাইন্স) এবং এসটিসি-এফএন্ডএনপিপিএম-ফিলিপিন্স।
অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন-
নুসরাত জাহান অনন্যা
উপস্থাপক ও হেড অব কমিউনিকেশন, স্বাস্থ্যটিভি
————————–
লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন…
স্বাস্থ্য, চিকিৎসা ও লাইফস্টাইলবিষয়ক নিয়মিত আপডেট ���েতে SUBSCRIBE করুন স্বাস্থ্য.টিভি চ্যানেল।
⇒ Subscribe Our YouTube Channel: https://bit.ly/2KrEMsq
⇒ Like Us ON Facebook: https://www.facebook.com/Shastho.TV/
⇒ Website: http://www.Shastho.TV/
⇒ Website: http://www.Shastho.TV/Live