সময়টা গরমের। বাইরে তীব্র রোদ, গ্রীষ্মের প্রচণ্ড দাবদহ। এই সময়ে কিছু অসুখ-বিসুখ বা রোগবালাইয়ের প্রাদুর্ভাব হয়। এ রোগীদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা অনেক বেড়ে যায়। রোগী হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। ঘাম বন্ধ হয়ে যায়। সাধারণত বয়স্ক ও যাদের দীর্ঘদিনের অসুখ যেমন- ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনির অসুখ, বাত-ব্যথা আছে তাদের এ সমস্যা বেশি হওয়ার আশংকা থাকে। এগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদের সবাইকে হতে হবে সচেতন, নিতে হবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা। গরমে রোগ-ব্যাধি ও করণীয় নিয়ে কথা বলেছেন বিশিষ্ট মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ রূপম। তিনি বর্তমানে সিটি স্কিন সেন্টার-এর চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডা. ফাহিম আহমেদ রূপম
যোগাযোগ: সিটি স্কিন সেন্টার, শান্তিনগর রোড, মালিবাগ, ঢাকা। মোবাইল : ০১৭১৫০৬৩১০৩