শব্দদূষণ কমাতে গাড়ির হর্ন বাজানো নিয়ন্ত্রণ করা প্রয়োজন

॥ ই-হেলথ২৪ প্রতিনিধি ॥  অনেক গুলো কারনের মধ্যে শব্দদূষণের কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষের স্বাস্থ্য সমস্যা। জনস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। তাই শব্দদূষণ কমাতে গাড়ির হর্ন নিয়ন্ত্রণ করতে হবে।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে কোয়ালিশন অ্যাগেইনস্ট পল্যুশান (ক্যাপ) এবং পরিবেশবাদী ১৫টিরও বেশি সংগঠনের সমন্বয়ে এক নাগরিক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসানের সঞ্চালনায় ক্যাপের আহ্বায়ক এবং নিরাপদ ডেভেলভমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মশিউর রহমান রুবেল, পিস এর মহাসচিব ইফমা হোসাইন, এশিয়া ইউনিভার্সিটির অধ্যাপক আতাউর রহমান, ইনিশিয়েটিভ ফর পিস এর সমন্বয়কারী আরিফুর রহমান, ইউনাইটেড পিপলস ট্রাস্টের নির্বাহী আলী হাজারী, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নুর আহমেদ, গ্রিন ক্লাবের সদস্য সিরাজ হোসেন, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সদস্য জুয়েল রানা প্রমুখ।

‍এ সমাবেশে ইবনুল সাঈদ রানা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই এ জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই শব্দদূষণের অনত্যম কারণ হচ্ছে_ গাড়ির চালকদের যত্রতত্র হর্ন বাজানো। সরকার এ বিষয়টি বিবেচনায় নিয়ে ২০০৬ সালে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি বিধিমালা প্রণয়ন করলেও বিধিমালার সঠিক বাস্তবায়ন করা ‍আজও হয়নি।

Exit mobile version