খোস পাঁচড়া বা স্ক্যাবিসের কারণ ও চিকিৎসা

##খোস পাঁচড়া বা স্ক্যাবিসের কারণ ও চিকিৎসা – নির্ভর যোগ্য চিকিৎসা – Scabies Diagnosis and treatment – খোস পাঁচড়া বা স্ক্যাবিসের কারণ ও চিকিৎসা – খোস পাঁচড়া থেকে রক্ষা পেতে করণীয় – Scabies Diagnosis and treatment – ShasthoTV##

খোস-পাঁচড়া (Scabies) ত্বকের একটি ছোঁয়াচে রোগ। এটি ‘Sarcoptes Scabiei’ নামক অতি ক্ষুদ্র পরজীবী কীট (Tiny Mite) দ্বারা হয়ে থাকে। অত্যন্ত ছোঁয়াচে একটি রোগের নাম স্ক্যাবিস বা খোস-পাঁচড়া। এটি সারকপটিস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইট দ্বারা হয়। মাইট উকুনের মতো জীবাণু। এটি কোনো যৌন রোগ নয়।

https://www.youtube.com/watch?v=bVYKL6KgX_8

যেহেতু রোগটি ছোঁয়াচে, তাই খুব সহজেই পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়। সাধারণত একই বিছানায় শোয়া বা ঘনিষ্ঠ সাহচর্যে থাকলে, একই কাপড়-চোপড় ব্যবহার করলে রোগটি ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠ সাহচর্যে থাকার ফলে মাইট আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অন্যদের শরীরে জীবাণু ছড়িয়ে পড়ে। আবার আক্রান্ত ব্যক্তির কাপড়-চোপড় ব্যবহারের মাধ্যমেও রোগ ছড়িয়ে পড়ে। এ রোগ নিয়ে কথা বলেছেন ডা. মেহরান হোসেন। তিনি সিটি হাসপাতালের চর্ম, অ্যালার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

Dr. Mehran Hossain
Senior Consultant, Dept. of Dermatology, City Hospital Ltd.
Dermatology (Skin, Venereology, Sexual, Hair, Allergy)
MBBS (Dhaka), DDV (BSMMU)
Trained in Aesthetic Surgery (Bangkok, Thailand)
Consultant- Skin, Allergy & Sex Specialist
Asistant Professor- U.S Bangla Medical College & Hospital
Physician – Bangladesh National Cricket Board
Consultant : City Hospital Ltd., Main Br., 1/8, Block-E, Lalmatia, Satmosjid Road, Mohammadpur, Dhaka

Exit mobile version