৬০ সেকেন্ডে মাথাব্যথা দূর!

##ঔষুধ ছাড়াই সারিয়ে তুলুন তীব্র মাথা ব্যাথা | ১ মিনিটে মাথা ব্যথা দূর করুন | মাথা ব্যথা হলে করনীয় | মাথা ব্যথা দূর করার উপায় | মাথা ব্যথার কারণ | মাথা ব্যথা দূর করার জাদুকরী উপায় ।। Witch way to overcome headache | ৬০ সেকেন্ডে মাথাব্যথা দূর করার উপায়! | ৬০ সেকেন্ডে মাথাব্যথা দূর করবেন যেভাবে! | প্রচণ্ড মাথাব্যথা, দূর করুণ ৩০ সেকেন্ডেই##

মাথাব্যথা বেশ যন্ত্রণার একটি বিষয়। দিনভর মাথা ব্যথা নিয়ে কাজ করা বেশ অস্বস্তিকর। তবে কিছু ঘরোয়া উপায় আছে যা ৬০ সেকেন্ডে আপনার মাথাব্যথা দূর করতে সাহায্য করবে। এই পদ্ধতি আপনি অফিসের ডেস্কে কাজ করার সময়ও করতে পারবেন। অথবা ভ্রমণে যাওয়ার সময়ও করতে পারবেন। মাথা ব্যাথা দূর করার প্রাথমিক, নিরাপদ এবং বিজ্ঞান সম্মত উপায় এটি। মাথা ব্যাথা সারাতে বেশ কাজে দেবে এটি। তবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে আপনাকে।

আকুপ্রেসার চিকিৎসা পদ্ধতির এই টেকনিক জানিয়েছেন বিশিষ্ট আকুপ্রেসার বিশেষজ্ঞ আলমগীর আলম। যোগাযোগ: আকুপ্রেসার সেন্টার, ২৯ বঙ্গবন্ধু এভিনিউ, তৃতীয় তলা, গুলিস্তান, ঢাকা। কল: ০১৬১১০১০০১১

Exit mobile version