বিবিধ

মলদ্বার না কেটে অত্যাধুনিক লেজার পদ্ধতিতে পাইলস অপারেশন

Published

on

সম্প্রতি বাংলাদেশে পাইলস চিকিৎসায় লেজার অপারেশন পদ্ধতি নিয়ে এসেছেন ডা. মো. আহসান হাবিব (এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (সার্জারি), এমআরসিএস (এডিনবার্গ) ইউকে, এমএস (কলোরেক্টাল সার্জারি)। নতুন চিকিৎসা পদ্ধতিতে কাটাছেড়া ছাড়াই অপারেশন সম্ভব। ডা. মো. আহসান হাবিব লেজার সার্জারিতে জার্মানি ও ভারত থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বর্তমানে জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কতর্ব্যরত রয়েছেন। এছাড়া তিনি ধানমণ্ডির লেজার কলোরেক্টাল সেন্টার এবং মিরপুর ল্যাবএইড চিকিৎসা সেবা দিচ্ছেন।

যোগাযোগ: ডা. মো. আহসান হাবিব
রূপায়ন প্রাইম টাওয়ার (৯ম বলা),
ধানমন্ডি-৭, গ্রীণরোড, ঢাকা।
সিরিয়ালের জন্য ফোন: ০১৭২১০৩৬৬৪৪।

Trending

Exit mobile version