রোজায় ডায়াবেটিস রোগী কখন কিভাবে ইনসুলিন গ্রহণ করবেন

রোজা রাখতে ডায়াবেটিক রোগীদের সাধারণত কোনো নিষেধ নাই। কারও কারও জন্য ঝুঁকি বেশি থাকতে পারে। ডায়াবেটিসের রোগী, যাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তাঁরা বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে যে সকল রোগী ইনসুলিন গ্রহণ করেন, তাদের রমজানের পূর্বেই ইনসুলিনের ধরন ও মাত্রা ঠিক করে নেয়া উচিত। সাধারনত রমজানে দীর্ঘ মেয়াদী ইনসুলিন ইফতারের সময় বেশী এবং প্রয়োজনে শেষ রাতে অল্প মাত্রায় দেয়া উচিত। দীর্ঘ মেয়াদী এবং কম ঝুঁকিপূর্ণ ইনসুলিন ( যা দিনে এক বার নিতে হয় যেমন, ইনসুলিন Lantus Solo STAR কিংবা দিনে এক বার কিংবা দুবার যেমন, ইনসুলিন Detemir )। এগুলোতে হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা অনেকটা কম।

রমজানের প্রথম এবং শেষ দিনে ওষুধকে বিশেষ করে সমন্বয় করে নিতে হবে। এই দুইদিন খাবার এবং জীবন যাত্রায় বিশেষ পরিবর্তন হয়ে থাকে। ডায়াবেটিস রোগীদের ইনসুলিন গ্রহণে করনীয় এবং সতর্কতা নিয়ে আলোচনা করেছেন ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও ওবেসিটি বিশেষজ্ঞ ডা. এ হাসনাত শাহীন।

তিনি ইমপালস হাসপাতালের কনসাল্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাপয়েনমেন্টর জন্য যোগাযোগ করতে পারে- মোবাইল: ০১৭১৫ ০১৬৭২৭ হটলাইন: ১০৬৪৪

Exit mobile version