মাথা ঘোরা আমাদের অন্যতম সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং শরীরের ভারসাম্য ব্যবস্থা সঠিকভাবে কাজ না করার একটি লক্ষণ।
এর অনেক কারণ থাকতে পারে। ভারসাম্য সিস্টেমে মস্তিষ্কের বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে যা দৃষ্টি থেকে সংবেদনশীল তথ্য প্রাপ্ত করে এবং প্রক্রিয়া করে, অভ্যন্তরীণ কানের ভারসাম্য অঙ্গ এবং আন্দোলনের যন্ত্রপাতি। মাথা ঘোরা তখনই ঘটে যখন মস্তিষ্ক আমাদের বিভিন্ন ইন্দ্রিয় থেকে দেহের অবস্থান সম্পর্কে প্রাপ্ত তথ্যগুলি পরস্পরবিরোধী হিসাবে গ্রহণ করে।
মাথা ঘোরার সমস্যা অনেক কারণেই হতে পারে। রক্তের চাপ কমে যাওয়া, হার্টের কার্যক্রমে সমস্যা, রক্তস্বল্পতা, হাইপোগ্লাইসেমিয়া, হিটস্ট্রোক, দৃষ্টিশক্তির সমস্যা, মাইগ্রেন, উদ্বেগজনিত সমস্যা, মাথায় আঘাত ইত্যাদি কারণে মাথা ঘুরতে পারে।
বিভিন্ন কারণে মাথা ঘুরতে পারে। শরীরের স্বাভাবিক ভারসাম্য নির্ভর করে অনেক অঙ্গের স্বাভাবিক কাজকর্মের ওপর। মস্তিষ্কের বিশেষ কেন্দ্রগুলো সঠিক সংকেত পাঠানোর কারণে চোখ, কানের ভেতরের বিভিন্ন অংশ, অস্থিসন্ধিগুলোর ঐন্দ্রিয়ক গ্রাহকগুলো, ঘাড়, মধ্য শরীর ও পায়ের মাংসপেশি ঠিকমতো কাজ করে। যদি এসব অঙ্গের কোনো একটি অথবা মস্তিষ্কের কেন্দ্রগুলোর কোনো একটি আঘাতপ্রাপ্ত হয় কিংবা স্নায়ু সংবাহী পথ বাধাপ্রাপ্ত হয়, তাহলে দুনিয়া ঘুরতে থাকে