করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীতে দেশের সবচেয়ে বড় কভিড ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) করোনা হাসপাতাল নামের এ অস্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠানে আজ সকাল থেকে রোগী ভর্তি করা হবে। রোববার (এপ্রিল ১৯) দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে ঢাকার সব হাসপাতালের আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে। প্রতিদিনই আইসিইউর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ রকম একটি কঠিন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জরুরিভিত্তিতে ডিএনসিসির মার্কেটটিকে একটি পূর্ণাঙ্গ কভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করা হলো।
গত মাসের শেষে ডিএনসিসির মহাখালী পাইকারি কাঁচাবাজারের ছয় তলাবিশিষ্ট ভবনকে হাসপাতালে রূপান্তরের কাজ শুরু হয়। আজ থেকে ২৬০টি শয্যা নিয়ে হাসপাতালটি আংশিকভাবে চালু হচ্ছে। এর মধ্যে ৬০টি আইসিইউ শয্যা, ৫০টি জরুরি শয্যা এবং ১৫০টি সাধারণ শয্যা। আগামী সাতদিনের মধ্যে আরো ২৫০ শয্যা সচল হবে। ২৯ এপ্রিল হাসপাতালটি পরিপূর্ণভাবে সচল হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ, এফসিপিএস ডিরেক্টরেট জেনারেল মেডিকেল সার্ভিসেস মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আহমেদ, এইচইডির চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল বশির এবং ডিএনসিসি কভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।