নির্বাচিত

টিকা নেয়া লোকজনকেই কেবল ওমরাহ পালনের সুযোগ পাবে

Published

on

পবিত্র রমজান মাস থেকে কোভিড -১৯ এর টিকা নেয়া লোকজনকেই কেবল মক্কায় বছরব্যাপী ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে।
সোমবার সৌদি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। যারা টিকার দুটি ডোজই গ্রহণ করেছে, অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছে এবং যারা সংক্রমণ থেকে সেরে উঠেছে।
এসব লোকই কেবল ওমরাহ পালন এবং পবিত্র মক্কার গ্রান্ড মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবে।

মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, এই নিয়ম রমজান মাসের শুরুতেই চালু হবে। তবে কতোদিন চলবে তা স্পষ্ট নয়। সৌদি বাদশাহ সালমান গত মাসে হজ্জ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেন। এর পরই নতুন এ ঘোষণা এলো।

করোনা মহামারির কারণে আধুনিক ইতিহাসে সৌদি আরব প্রথমবারের মতো গত বছর সীমিত পরিসরে হজ্জের আয়োজন করে। দেশটিতে বসবাসরত ১০ হাজার মুসলিমকে হজ্জে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়। অথচ ২০১৯ সালে বিশ্বের ২৫ লাখ মুসলমান হজ্জ সম্পাদন করেছিল।

তবে চলতি বছর ঠিক কি পরিমাণ লোককে হজ্জের অনুমতি দেয়া হবে তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, সৌদি আরবে তিন লাখ ৯৩ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৭শ জন।

Advertisement

Trending

Exit mobile version