স্বাস্থ্য সংবাদ
বিএসএমএমইউ-এ নতুন হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস.এম. মোস্তফা জামান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর হল প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এস.এম. মোস্তফা জামান।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেকশন অফিসার ( জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও গতিশীল করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সামগ্রিক কর্মকাণ্ডের মানউন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সম্প্রতি এ নিয়োগ দেন।
উল্লেখ্য, অধ্যাপক ডাঃ এস এম মোস্তফা জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান। তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব।