স্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউর সহকারী প্রক্টর হলেন ডা. হেলাল উদ্দিন

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সহকারী প্রক্টর নিযুক্ত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোডন্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন। সোমবার (৪ এপ্রিল ২০২১) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক এবিএম হান্নান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এপদে তিনি বহাল থাকবেন বলেও জানাগেছে ওই পত্রে।

নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর ডা. হেলাল উদ্দিন বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে প্রক্টরিয়াল টিমের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য যেটা মঙ্গলজনক হয় সেসব কাজ করার জন্য আমি সচেষ্ট থাকব। এটি একটি টিম ওয়ার্ক, আমাদের মূলত কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখাশোনা করা। এই কাজে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার টিম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করতে।

উল্লেখ্য, ডা. হেলাল উদ্দিন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কৃতিসন্তান। সে বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ছাত্রলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তাঁর সহধর্মিনী নাজিয়া মেহনাজ জ্যোতি আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য এবং ও অত্র প্রতিষ্ঠানের পেডোডন্টিকস বিভাগের সহকারী অধ্যাপক। ডা. হেলাল উদ্দিনের পরিবারের অন্যান্য সদস্যরাও আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Trending

Exit mobile version