নির্বাচিত

সার্ক অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন অধ্যাপক আমজাদ

Published

on

ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমালোজির (সিকোট) সহসভাপতি নিযুক্ত হওয়ার পর এবার ‘অর্থোপেডিক অ্যাসোসিয়েশন অব সার্ক কান্ট্রিজ’ (ঙঅঝঅঈ)-এর সভাপতি হলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আমজান হোসেন। করোনা পরিস্থিতিতে সম্প্রতি এক ভার্চুয়াল ওয়েবিনারের মাধ্যমে এশিয়ার আটটি দেশের (সার্কের) অর্থোপেডিক সার্জনরা আগামী ২০২১-২২ সালের নির্বাহী কমিটিতে তাঁকে সংস্থাটির সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

এই ভার্চ্যুয়াল মিটিংয়ে এশিয়ার ৮টি দেশের স্বনামধন্য অর্থোপেডিক সার্জনগণ উপস্থিত ছিলেন।

অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। স্বাধীনতাযুদ্ধের সময় ঊরুতে গুলিবিদ্ধ হলে ভারতের সামরিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীকালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে দেশে আসা আন্তর্জাতিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ডা. আর জে গাস্টের অধীনে অর্থোপেডিক চিকিৎসা শুরু করেন।

তার নেতৃত্বে দেশে কোমর ও হাঁটু প্রতিস্থাপন (হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট) সার্জারিতে এসেছে বৈপ্লবিক সাফল্য। আন্তর্জাতিক মান বজায় রেখে এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি এ ধরনের সার্জারি সম্পন্ন করেছেন তিনি।

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি ও ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক ও অর্থোপ্লাস্টি সেন্টারের চিফ কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।

Advertisement

Trending

Exit mobile version