নির্বাচিত

বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. তাহির আর নেই

Published

on

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহির। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বসয় হয়েছিল ৮০ বছর।

গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাটের পৈতৃক কবরস্থানে দাফন করা হবে অধ্যাপক তাহিরকে।

দেশের স্বনামধন্য এ মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনের সাবেক সভাপতি। দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান অসামান্য।

অধ্যাপক তাহিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে চিকিৎসক সমাজ একজন অভিভাবককে হারাল। বিএসএমএমইউর চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Advertisement

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. মো. তাহির ২০০৬ সালের ২১ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৪ নভেম্বর পর্যন্ত বিএসএমএমইউর ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

Trending

Exit mobile version