প্রধান খবর

নোভার্টিসের নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি

At vero eos et accusamus et iusto odio dignissimos ducimus qui blanditiis praesentium voluptatum deleniti.

Published

on

নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এর নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি। সম্প্রতি নোভার্টিস এজি, সুইজারল্যান্ড এর কাছ থেকে নোভার্টিস বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড, যার ফলশ্রুতিতে এই পরিবর্তন। শেয়ার ক্রয়ের সকল নীতিমালা মেনে এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের যথাযথ অনুমোদনের মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে। সিংহভাগ মালিকানা পরিবর্তন হলেও কোম্পানীটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর শেয়ারহোল্ডিং অপরিবর্তিত আছে।

সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ নির্মাতা নোভার্টিস ও এর পূর্বসূরী কোম্পানীগুলো প্রায় ২৫০ বছরেরও অধিক সময়জুড়ে গবেষণা-নির্ভর উদ্ভাবনী ওষুধ বিশ্বব্যাপী বাজারজাত করে চলেছে। প্রতিষ্ঠানটি এদেশে ১৯৭৩ সালে সিবা-গেইগী (বাংলাদেশ) লিমিটেড নামে যাত্রা শুরু করে, যা বিশ্বব্যাপী সিবা-গেইগী ও স্যান্ডোজ এজি’র একীভূতকরণের পর ১৯৯৬ সালে পরিবর্তিত নামে নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ করে। সম্প্রতি নোভার্টিস এজি বাংলাদেশে তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিলে নোভার্টিসের সুদীর্ঘ ঐতিহ্য ও স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের ধারাবাহিকতা রক্ষায় এগিয়ে আসে রেডিয়েন্ট।

নতুন নামে নেভিয়ান বাংলাদেশের রোগীদের জন্য নোভার্টিসের বিশ্বখ্যাত ওষুধগুলোর প্রাপ্যতা ইতোমধ্যেই নিশ্চিত করেছে। লাইসেন্সী হিসেবে নেভিয়ান একই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, একই উপাদানে এবং একই প্রক্রিয়ায় নোভার্টিসের ব্র্যান্ডগুলো উৎপাদন করবে – ফলে ওষুধের গুণগত মান নিশ্চিতভাবে অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য নেভিয়ান লাইফসায়েন্স কর্তৃক নোভার্টিসের সর্বাধুনিক ও যুগান্তকারী ওষুধগুলোর আমদানী ও সরবরাহ অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস্ জাহেদী বলেন “নোভার্টিসের সুদীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে নেভিয়ান বদ্ধপরিকর। মানসম্মত ও জীবনরক্ষাকারী ওষুধ বাংলাদেশ ও বহির্বিশ্বের রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের অক্সগীকার নতুন নামেও অপরিবর্তিত থাকবে”।

Advertisement

বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডভিত্তিক আরেক বহুজাতিক ফার্মা কোম্পানী স্যান্ডোজ এজি’র আওতাধীন বিভিন্ন দেশে ওষুধ রপ্তানীর প্রক্রিয়ায় নেভিয়ানের ইইউ-জিএমপি সনদপ্রাপ্ত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইতোমধ্যেই যুক্ত হয়েছে। আগামীতে মার্কিন যুক্তরাষ্ট ও ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে রপ্তানী সম্প্রসারণের লক্ষ্যে নেভিয়ান দ্রুত এগিয়ে যাচ্ছে। ওষুধের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ। বিজ্ঞপ্তি।

Trending

Exit mobile version