Site icon স্বাস্থ্য ডটটিভি

বিশ্ব হাত ধোয়া দিবস’ আজ

আজ বৃহস্পতিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি এবং উদ্বুদ্ধকরণের জন্য একটি প্রচারণামূলক দিবস।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার হাত ধুয়ে ও বেলুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সাবান দিয়ে হাত ধোয়ার বৈশ্বিক ও স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য বিশ্ব হাত ধোয়া অংশীদার বা জিএইচপি (পূর্বে এর নাম ছিল ‘হাত ধোয়ার জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব’) ২০০৮ সালে বিশ্ব হাত ধোয়া দিবস চালু করে।

নভেল করোনাভাইরাসজনিত চলমান বৈশ্বিক মহামারির মধ্যে বারবার হাত ধোয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন বিশেষজ্ঞেরা। তাঁরা বলছেন, পরিষ্কার পানি ও সাবান দিয়ে এক ঘণ্টা পর পর হাত ধুয়ে নেওয়া প্রয়োজন।

নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করলে শুধু করোনাভাইরাস নয়, আরো অনেক অসুখ-বিসুখ থেকে নিজেদের রক্ষা করতে পারব আমরা।

এ বছর বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য—‘সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি’।

অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত পরিষ্কার করা যায়। তবে অনেক চিকিৎসকই মনে করেন যে স্যানিটাইজারের চেয়ে সাবান দিয়ে হাত ধোয়া অনেক বেশি কার্যকর।

Exit mobile version