স্বাস্থ্য সংবাদ

বিশ্বব্যাপী করোনায় মৃত ৫ লাখ ১৮ হাজার

Published

on

বিশ্বব্যাপী গত ২৮ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও প্রায় ৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ১৮ হাজারের বেশি। নতুন করে শনাক্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। বিশ্বে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখের কাছাকাছি।

গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ৫৭ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজারের বেশি।

এদিকে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে বুধবার সাড়ে ৬শ’ মানুষের প্রাণহানি হলেও ছাড়িয়েছে নতুন সংক্রমণের রেকর্ড। দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের শরীরে। এ নিয়ে সেখানে মোট সংক্রমণের শিকার হয়েছে ২৭ লাখ ৭৭ হাজার মানুষ।

আরেক হটস্পট মেক্সিকোতে এক দিনে প্রাণ গেছে প্রায় সাড়ে ৬শ’ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৮ হাজারের কাছাকাছি।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Advertisement

Trending

Exit mobile version