‘ওয়ার্ল্ড নো-টোব্যাকো ডে অ্যাওয়ার্ড-২০১২’-পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান তামাক-বিরোধী আন্দোলনে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও) কর্তৃক সম্মানজনক ‘ওয়ার্ল্ড নো-টোব্যাকো ডে অ্যাওয়ার্ড-২০১২’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

ওয়ার্ল্ড নো-টোব্যাকো ডে উদযাপন উপলক্ষে ৩১ মে ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে ড. আতিউর রহমানকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।

উন্নয়ন অর্থনীতির একজন গবেষক ও শিক্ষক হিসেবে কর্মরত থাকার সময় নাগরিক সমাজের তামাক-বিরোধী আন্দোলনে ড. রহমান সক্রিয় ছিলেন। সে সময়টায় তিনি দেশ-বিদেশের জার্নালে তামাকের বিরুদ্ধে গবেষণালব্ধ প্রবন্ধ লিখেছেন, দেশের ভেতরে সংবাদ মাধ্যমে লেখালেখি করেছেন, ‘তামাকের অর্থনীতি’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেছেন।

Exit mobile version