স্নিগ্ধার হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে চিকিৎসায় সাহায্য করুন

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, রংপুরের পীরগাছার ৯ মাসের শিশু স্নিগ্ধার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে। বর্তমানে সে রংপুরের প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ ওয়াহেদ ও রংপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ফ ম মনিরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। শিশুটির পিতা মোঃ শহিদুল ইসলাম একজন দিনমজুর। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। স্নিগ্ধার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।

এমতাবস্থায়, শিশু স্নিগ্ধার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় মাতা-পিতা।

একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭২২৯৮৭০৯৫।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিঃ, পীরগাছা শাখা, রংপুর, হিসাব নং ১৮৩৬৯।

Exit mobile version