স্বাস্থ্য সংবাদ

ঢাবি চারুকলা অনুষদের এক তরুণ শিল্পী ক্যানসারে আক্রান্ত

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের মেধাবী ছাত্র খন্দকার জামিল ইকবাল আজাদ দুরারোগ্য থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। কলকাতার টাটা মেডিকেল সেন্টারের চিকিৎসক কপিলা মণিকান্তের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসক তাঁকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে এত টাকা জোগাড় […]

Published

on

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের মেধাবী ছাত্র খন্দকার জামিল ইকবাল আজাদ দুরারোগ্য থাইরয়েড ক্যানসারে আক্রান্ত।

কলকাতার টাটা মেডিকেল সেন্টারের চিকিৎসক কপিলা মণিকান্তের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসক তাঁকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব।

তাই সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। আজাদ চারুকলা অনুষদে বিএফএ (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন।
এখন তিনি স্কলারশিপ পেয়ে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

সাহায্য পাঠাবেন – খন্দকার জামিল ইকবাল আজাদ, হিসাব নম্বর ১০৫১০১১৪৯৫৬০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা।
ফোন: ০১৭১১২০৭০৯০।

Trending

Exit mobile version