শিল্পী আক্তার জটিল হৃদরোগে ভুগছে চিকিৎসায় জন্য সাহায্য করুন

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, অসহায় শিল্পী আক্তারের (১৮) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে জন্মগত জটিল হৃদরোগে ভুগছে। এই হৃদরোগের নাম ‘পালমোনারি স্টেনোসিস’। বর্তমানে সে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অধ্যাপক ডা. মোঃ ফারুকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।

জরুরী ভিত্তিতে জটিল অপারেশন করাতে হবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিল্পীর মাতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গাজীপুরের জয়দেবপুরের বাঁশবাড়ীতে তাদের বাড়ি। ছোটবেলায় বাবা আইনাল হক তাদের ত্যাগ করে অন্যত্র বিয়ে করেন। অন্যের বাসাবাড়ীতে কাজ করে সংসার চালান মা আমেনা বেগম। ৫ সদস্যের পরিবার। একটি গার্মেন্টসে কাজ করত শিল্পী আক্তার। রোগের জটিলতা বেড়ে যাওয়ায় সে আর কাজে যেতে পারছে না।

টাকার অভাবে শিল্পীর উন্নত চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় অসহায় শিল্পীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। অসহায় শিল্পীর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৯৪৭১২৩৪২৮।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- শিল্পী আক্তার, সোনালী ব্যাংক, কলেজগেট শাখা, শেরেবাংলানগর, ঢাকা, হিসাব নং ০০২৫০৮৩৩।

Exit mobile version