সুস্থ হয়েছেন সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৫০ নার্স

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  কুড়িগ্রামের সদর হাসপাতালসংলগ্ন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের হোস্টেলে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১৪ নার্স পুরোপুরি সুস্থ হয়েছেন। এ ছাড়া সর্দি-কাশি-জ্বর, বমি, মাথাব্যথা, গলাব্যথা ও পেটের পীড়ায় আক্রান্ত অপর ৩৬ জনও সুস্থ হয়ে উঠেছেন। তাদের সবাইকে কর্তৃপক্ষ বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে পাঁচ দিনের ছুটি দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একজন প্রশিক্ষণার্থী নার্স ১০ এপ্রিল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডে ডিউটি শেষ করে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের হোস্টেলে ফেরার পর হাঁচি, সর্দি, বমি ও মাথাব্যথায় আক্রান্ত হন। এর ২৪ ঘণ্টার মধ্যেই ৫০ প্রশিক্ষণার্থী নার্স সর্দি-কাশি-জ্বর, বমি, মাথাব্যথা, গলাব্যথা ও পেটের পীড়ায় আক্রান্ত হন।

ঢাকা থেকে আগত মেডিকেল টিম যে ১৪ নার্সের বিভিন্ন নমুনা সংগ্রহ করে আইসিসিডি থেকে রিপোর্ট দিয়েছে, তাদের ১৪ জনের দেহে সোয়াইন ফ্লু (এইচ১ এন১) ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তারাসহ অন্যান্য নার্স পুরোপুরি সুস্থ হয়ে উঠলে কর্তৃপক্ষ তাদের এ ছুটির ব্যবস্থা করেন।

Exit mobile version