॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥ রাজধানীর বিভিন্ন থানা থেকে উদ্ধার করা মাদক দ্রব্য ধ্বংস করতে নতুন উদ্যোগ নিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। থানা থেকে পাঠানো জব্ধ করা মামলার আলামত প্রতিদিনই ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা।
আলামত ধ্বংস করতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনকে চেয়ারম্যান করে গত ১২ মার্চ কমিটি গঠন করা হয়েছে।
বিকাশ কুমার রায় প্রথম আলোকে বলেন, মুখ্য মহানগর হাকিম আদালতে চারটি মালখানা রয়েছে। বিভিন্ন মামলা নিষ্পত্তি হওয়ার পরও আলামত রয়ে গেছে। রায়ের কপি না পাওয়ায় তা ধ্বংস করা যাচ্ছে না। সংশ্লিষ্ট আদালত থেকে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। একজন বিচারকের পক্ষে আলামত ধ্বংস করা কঠিন বলে কমিটি গঠন করা হয়েছে।
তবে অভিযোগ রয়েছে, আদালতের কিছু কর্মচারী ও পুলিশ মিলে মালখানা থেকে ইয়াবা বড়ি বিক্রি করেন। অভিযোগ আসার পরই প্রতিদিনের আলামত প্রতিদিন ধ্বংস করার সিদ্ধান্ত হয়।
আলামত সংরক্ষণ করার বিষয়ে আলী হোসাইন বলেন, জব্ধ করা মালামাল থেকে সংগ্রহ করা নমুনার এক অংশ রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। আরেক অংশ আলামত হিসেবে মালখানায় রাখা হয়। জব্ধ করা বাকি আলামত ধ্বংস করা হয়।