স্বাস্থ্য সংবাদ

নারায়ণগঞ্জ চক্ষুশিবিরের উদ্বোধন

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ডায়াবেটিক হাসপাতালে গত ২০ শে এপ্রিল সকালে দরিদ্রদের জন্য বিনা মূল্যে দুই দিনব্যাপী চক্ষুশিবিরের উদ্বোধন করেছেন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এ কার্যক্রমের উদ্যোক্তা। অনুষ্ঠানে ডিসিআইয়ের শুভেচ্ছাদূত ববিতা বলেন, ২৪ এপ্রিল ঢাকার কল্যাণপুরে ডিসিআইয়ের উদ্যোগে দরিদ্র মা ও শিশুদের জন্য ডে […]

Published

on

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ডায়াবেটিক হাসপাতালে গত ২০ শে এপ্রিল সকালে দরিদ্রদের জন্য বিনা মূল্যে দুই দিনব্যাপী চক্ষুশিবিরের উদ্বোধন করেছেন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এ কার্যক্রমের উদ্যোক্তা।

অনুষ্ঠানে ডিসিআইয়ের শুভেচ্ছাদূত ববিতা বলেন, ২৪ এপ্রিল ঢাকার কল্যাণপুরে ডিসিআইয়ের উদ্যোগে দরিদ্র মা ও শিশুদের জন্য ডে কেয়ার উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে ডিসিআইয়ের নির্বাহী পরিচালক এহসান হক, সংগঠনের সমন্বয়কারী ও এনবিআরের সাবেক সচিব আবদুল মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Trending

Exit mobile version