Connect with us

স্বাস্থ্য সংবাদ

বিশ্ব আবহাওয়া দিবস

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ২৩ মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস। প্রতি বছরের মতো এবারো বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৮৯টি সদস্য রাষ্ট্র নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুরক্ষিত ভবিষ্যতের জন্য আবহাওয়া, জলবায়ু ও পানির সুষ্ঠু ব্যবহার।’ আবহাওয়া অধিদফতর দিবসটি পালনে অধিদফতরের গুরুত্বপূর্ণ শাখা অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আগারগাঁওয়ের সদর দফতরে সকাল ১০টা […]

Published

on

আজ বিশ্ব আবহাওয়া দিবস

আজ বিশ্ব আবহাওয়া দিবস

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ২৩ মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস। প্রতি বছরের মতো এবারো বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৮৯টি সদস্য রাষ্ট্র নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুরক্ষিত ভবিষ্যতের জন্য আবহাওয়া, জলবায়ু ও পানির সুষ্ঠু ব্যবহার।’

আবহাওয়া অধিদফতর দিবসটি পালনে অধিদফতরের গুরুত্বপূর্ণ শাখা অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আগারগাঁওয়ের সদর দফতরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিপাদ্য বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শনী ও কক্সবাজার, খেপুপাড়া রাডার স্টেশনসহ ঢাকায় সদর দফতরের স্থাপনাগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।    

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহাম্মেদ জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও গড় তাপমাত্রা বেড়েছে। ৬০’র দশকে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ছিল ১৩.০৬ থেকে ১৩.০৮ ডিগ্রি সেলসিয়াস।

১৯৯৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পৃথিবীর উষ্ণতম বছর পর্যবেক্ষণ করা হয়েছে।

এই আবহাওয়াবিদ মনে করেন, আবহাওয়া পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি খাত তথা খাদ্য উৎপাদন প্রক্রিয়া। এছাড়া ঋতুবৈচিত্রের পরিবর্তন ক্রপিং প্যাটার্নেও প্রভাব পড়ছে।

Advertisement

১৯৫০ সালের এ দিনে গঠন করা হয় বিশ্ব আবহাওয়া সংস্থা। পরের বছর এটি জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে দিনটিকে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে।

Continue Reading
Advertisement