Home জলবায়ু ও পরিবেশহাজারীবাগের পরিবেশ রক্ষায় শিগগির ট্যানারি স্থানান্তর: শিল্পমন্ত্রী

হাজারীবাগের পরিবেশ রক্ষায় শিগগির ট্যানারি স্থানান্তর: শিল্পমন্ত্রী

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, হাজারীবাগের পরিবেশ রক্ষায় শিগগিরই ট্যানারি স্থানান্তর করা হবে। সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে চামড়া শিল্প সাভারে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘অবশ্যই বর্তমান সরকারের আমলে ১৫ থেকে ১৮ মাসের মধ্যে রাজধানীর হাজারিবাগের চামড়া শিল্প সাভারে স্থানান্তর করা হবে। ক্রমান্বয়ে রাজধানীর পরিবেশ রক্ষায় সরকার শিল্প প্রতিষ্ঠান ঢাকার বাইরে স্থানান্তর করবে।’’

 

 

মঙ্গলবার দুপুর ১টায় মতিঝিল শিল্পভবনের সভাকক্ষে শিল্প মন্ত্রণালয়ের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘সরকার শিল্পের প্রসারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। শিল্প প্রতিষ্ঠানের রফতানি বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রাখছে। কারণ রফতানি ছাড়া শিল্পের উন্নয়ন সম্ভব নয়। এই সরকারের আমলে শিল্পের নানামুখী উন্নয়ন হয়েছে।

You may also like