স্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউ-এর গবেষণায় অনুদান পেলেন ৫৩ শিক্ষক-চিকিৎসক

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪৫ জন শিক্ষক, ১ জন কনসালটেন্ট ও ৭ জন মেডিকেল অফিসারসহ মোট ৫৩ শিক্ষক ও চিকিৎসককে অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের অফিসে শিক্ষক ও চিকিৎসকদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।

অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। মৌলিক এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক গবেষণার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। সেই বিষয়ে খেয়াল রেখে এবং জনগণের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে জনকল্যাণধর্মী গবেষণায় প্রতি অধিক গুরুত্ব দিতে হবে।

Trending

Exit mobile version