স্বাস্থ্য সংবাদ

বিশ্ব স্বাস্থ্য দিবসে ভাসা’র ফ্রি হেলথ ক্যাম্প ও সম্মাননা

Published

on

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ রবিবার (৭ এপ্রিল) ফ্রি হেলথ চেকআপ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে ভোলেন্টারী অ্যাসোশিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (ভাসা)। এসময় স্বাস্থ্য সচেতনতায় কাজ করার জন্য বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওস্থ সুবিধাবঞ্ছিতদের স্কুল কাঠপেন্সিল পাঠশালায় শিক্ষার্থীদের মধ্যে ফ্রি হেলথ চেকআপ প্রোগ্রামের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে স্বাস্থ্যবিষয়ক সচেতনামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এ আয়োজনে স্বাস্থ্যসেবার নানা বিষয়ে আলোচনা করেন ইউনিসেফ বাংলাদেশ থেকে আসা ডা. মারগুব আরেফ জাহাঙ্গীর, অ্যাসোশিয়েশন অফ ডেন্টাল স্কলারস এর সাধারন সম্পাদক ডা. শাহেদ রাফি পাভেল, ভাসা’র চেয়ারম্যান ড. ফারহানা জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কে এম সুজাউদ্দিন প্রমূখ।

প্রসঙ্গক্রমে ভাসা’র প্রধান নির্বাহী পরিচালক ডা. আওরঙ্গজের আরু বলেন, এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’। তাই আমরা সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা, প্রশিক্ষন প্রদান করছি। এছাড়াও ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছি। এখানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পারস্পরিক সচেতনতা বাড়িয়ে ও বিভিন্ন কাম্পের আয়োজন করে আমরা স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে আরও বেশী মানুষের নাগালের মধ্যে আনতে চেষ্টা করে যাচ্ছি।

আয়োজনটিতে দিনভর রুগী দেখেন ডা. তাবাসসুম মমতাজ প্রিয়াঙ্কা, ডা. খাইরুল বাশার, ডা. সজীব সাহা প্রমুখ। মিডিয়া পার্টনার ছিল জাগো এফ এম, দৈনিক সময়ের আলো ও অনলাইনভিত্তিক টিভি চ্যানেল “স্বাস্থ্য-টিভি”।

Advertisement

Trending

Exit mobile version