স্বাস্থ্য সংবাদ

ইমপালস হাসপাতালে কিডনি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য সুস্থ কিডনি সবার জন্য-সর্বত্র। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবসটি উদযাপনে ঢাকায় ইমপালস হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারা বিশ্বে কিডনি রোগের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। প্রতিবছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবার পালিত হবে বিশ্ব কিডনি দিবস-২০১৯। এবারের কিডনি […]

Published

on

বিশ্ব কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য সুস্থ কিডনি সবার জন্য-সর্বত্র। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবসটি উদযাপনে ঢাকায় ইমপালস হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সারা বিশ্বে কিডনি রোগের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। প্রতিবছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবার পালিত হবে বিশ্ব কিডনি দিবস-২০১৯। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য হলো “সুস্থ কিডনি, সবার জন্য সর্বত্র”।

এসময় উপস্থিত ছিলেন ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: জাহির আল-আমিন, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল ইসলাম ও অধ্যাপক ডা. এম. মুজিবুল হক মোল্লা প্রমূখ।

বর্তমান বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে কিডনি রোগ অন্যতম। বাংলাদেশে দিন দিন কিডনি রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় ২ কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। তাই কিডনি রোগের ব্যাপকতা ও ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং কিডনি বিকল হলে, তার কার্যকারিতা হারানোরোধে প্রাথমিক অবস্থায় কিডনি রোগকে শনাক্ত করে চিকিৎসা করাই হলো এবারের উদ্দেশ্যে।

এবারের কিডনি দিবসের তাৎপর্য হলো সুস্থ জীবনধারায় জনগণকে উদ্বুদ্ধ করা, দেশের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় কিডনি স্কিনিং অন্তর্ভূক্ত করা এবং প্রতিটি দেশে কিডনি রোগী যেন মৌলিক স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ পায় এবং গরীব ও অনগ্রসর লোকের জন্য ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্টেশনের জন্য ভর্তুকির ব্যবস্থা করা।

Advertisement

 

Trending

Exit mobile version