এ্যাপোলো হসপিটালরে সাথে জিএমজি এয়ারলাইনসের করপোরেট চুক্তি

এ্যাপোলো হসপিটালস সম্প্রতি জিএমজি এয়ারলাইনসের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় জিএমজি এয়ারের সব কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা এ্যাপোলো হসপিটালে চিকিৎসাসহ অন্যান্য করপোরেট সুবিধা পাবে। এ্যাপোলো হসপিটালের প্রধান নির্বাহী মাইকেল এস পটার এবং জিএমজি এয়ারলাইনসের পরিচালক, হিউম্যান রিসোর্সেস সোয়েব আল আশরাফ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালের জিএম ডা. শাগুফা আনোয়ার ও জিএমজি এয়ার লাইনসের হেড অব মার্কেটিং অ্যান্ড কম্যুনিকেশন আসিফ আহমেদ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Exit mobile version