স্বাস্থ্য সংবাদ

বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০১১ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব প্রঙ্গনে মানব বন্ধন অনুষ্ঠিত

ইহেলথ২৪ ডটকম ডটবিডি আজ ৮ মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে ‘বাংলাদেশ থ্যালাসিমিয়া কল্যাণ ফাউন্ডেশন’ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করেছে। মানব বন্ধন সকাল ১১.১১ মিনিট হয়ে ১১.৩৩ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এই প্রথম বারের মত থ্যালাসিমিয়া রোগীদের নিয়ে মানব বন্ধন কর্মসুচি গ্রহন করা হল। উক্ত মানব বন্ধনে থ্যালাসিমিয়া সম্পর্কে দেশের মানুষকে সচেতন […]

Published

on

ইহেলথ২৪ ডটকম ডটবিডি

আজ ৮ মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে ‘বাংলাদেশ থ্যালাসিমিয়া কল্যাণ ফাউন্ডেশন’ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করেছে। মানব বন্ধন সকাল ১১.১১ মিনিট হয়ে ১১.৩৩ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এই প্রথম বারের মত থ্যালাসিমিয়া রোগীদের নিয়ে মানব বন্ধন কর্মসুচি গ্রহন করা হল। উক্ত মানব বন্ধনে থ্যালাসিমিয়া সম্পর্কে দেশের মানুষকে সচেতন করার জন্য ফ্যাষ্টুন, ব্যানার ও লিফলেট সহ থ্যালাসিমিয়া রোগে আক্রান্তরা, তাদের শুভানুধ্যায়ী এবং সংগঠনের উপদেষ্টাগণ এসময়  উপস্থিত ছিলেন।  ভয়াবহ এই রোগটি ধীরে ধীরে পৃথিবীর সকল দেশের মানুষকে আক্রমন করছে।

যার ভয়াবহতা বাংলাদেশও ব্যাপক আকার ধারণ করছে। তাই এখনি দেশের মানুষের থ্যালাসিমিয়া রোগটির বিষয়ে সচেতন হবার সময়। এবং দুস্থ থ্যালাসিমিয়া রোগীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেশ বাসীর কাছে আবেদন যানাই। সরকারী, বেসকারী ও আর্ন্তজাতিক সংস্থার পক্ষ থেকে থ্যালাসিমিয়া রোগের উপর সচেতনা সৃষ্টি, সু চিকিৎসার ব্যবস্থা করা, রোগীর কর্মসংস্থান ও চিকিৎসা উপকরন সহজলভ্য করা সহ যথাযথ কার্যকারী পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান। মানব বন্ধনে উপস্থিত গণ মাধ্যম কর্মী ও জনতার উদ্দেশ্যে থ্যালাসিমিয়া রোগে উপর বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান- লায়লা কানিজ, প্রতিষ্ঠাতা ও মহা-সচিব মনিরুজ্জামান নাহিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শুব্রত (হলি ফ্যামিলি হাসপাতাল), সদস্য আফরোজা আক্তার, তুহিন, কামরুল হাসান, কানিজ হাতেমা, নুসরাত, তানজির হোসেন চৌধুরী প্রমুখ।

 

Advertisement

Trending

Exit mobile version