■ স্টাফ রিপোর্টার
ক্যান্সার প্রতিরোধে মানুষের অভ্যাস পরিবর্তন একান্ত জরুরি। একটু সচেতন হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে বাঁচা যায়। আর এজন্য সচেতনতা বাড়াতে হবে। গতকাল মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টারের উদ্যোগে ক্যান্সার রোগীদের বাসস্থানে প্যালিয়েটিভ কেয়ার প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞরা বলেন, ক্যান্সার থেকে বাঁচতে হলে, পান বিড়ি সিগারেট এবং তামাক জাতীয় দ্রব্য সেবন থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রতিদিন সামান্য হলেও পরিশ্রমের কাজ করা প্রয়োজন। তাছাড়া মাংস কম এবং শাকসবজি বেশি খেতে হবে। তাহলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে নিজেকে রক্ষা করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম এফ করিম, অধ্যাপক এ আর খান, মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টারের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মোদাসসির হোসেন খান, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস টাবরেস, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডাচ্-বাংলা ব্যাংক পাঁচ বছরে স্কুল-কলেজের ৩০ হাজার শিক্ষার্থীকে ১২০ কোটি টাকার বৃত্তি দেবে। এই ব্যাংক গতকাল মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টারকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেয়।
অনুষ্ঠানে বলা হয়, মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টার মোসাব্বির মেমোরিয়াল ফাউন্ডেশন পরিচালিত একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ক্যান্সার রোগীদের মানসিক সমর্থন, তথ্যসেবা এবং চিকিত্সার কার্যকর সেবা ও সহযোগিতা এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। এই প্রতিষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত কি-না, তা ফ্রি পরীক্ষা করা হয়। যেসব রোগী এই সেবা নিতে ইচ্ছুক, তাদের আত্মীয়-স্বজনদের সেন্টারে এসে অথবা টেলিফোনের মাধ্যমে বুকিং দিতে হবে। নির্দিষ্ট দিনে ন্যূনতম অর্থের বিনিময়ে রোগীর বাসায় প্রয়োজনীয় ব্যবস্থাপত্রসহ রোগীকে সেবা দেয়া হবে। আগ্রহীদের ৮৮-০২-৯৬৭৬৫০২, ৯৬৬৯৯১৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ক্যান্সার প্রতিরোধে মানুষের অভ্যাস পরিবর্তন জরুরি- প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে
- Categories: স্বাস্থ্য সংবাদ
Related Content
বন্ধ্যাত্ব নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
by
স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা নিতে বছরে ৫০০ কোটি ডলার খরচ করেন: গভর্নর
by
স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
‘অপ্রতুল’ কৈশোরবান্ধব সেবা, যৌন-প্রজনন স্বাস্থ্য নিয়ে অজ্ঞ বড় অংশ
by
স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
বছরে অন্তত দুই হাজার চিকিৎসক নিয়োগ দরকার : ডা. ওহাব মিনার
by
স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
মরণোত্তর দেহদান করলেন মাহবুব উর রহমান
by
স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
বায়ুদূষণে দিল্লি-লাহোরকে টপকে আবারও শীর্ষে ঢাকা
by
স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪