Home স্বাস্থ্য সংবাদ২৮তম বিসিএস : স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮০৩ জন

২৮তম বিসিএস : স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮০৩ জন

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে স্বাস্থ্য বিভাগে ৮০৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য কর্মকর্তার তালিকা স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হযেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) আবুল হাসনাত এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তাদের তালিকা নিম্নরুপ—ঢাকা বিভাগে সহকারী সার্জন ১৫৫, ডেন্টাল সার্জন ১৯, রাজশাহী বিভাগে সহকারী সার্জন ১০০, ডেন্টাল সার্জন ১৫, চট্টগ্রাম বিভাগে সহকারী সার্জন ১৩৩, ডেন্টাল সার্জন ১৫, খুলনা বিভাগে সহকারী সার্জন ৯৫, ডেন্টাল সার্জন ১৩। বরিশালে সহকারী সার্জন ৯০, ডেন্টাল সার্জন ১০। সিলেট সহকারী সার্জন ৪৫, ডেন্টাল সার্জন ১০। রংপুরে সহকারী সার্জন ৮৮, ডেন্টাল সার্জন ১৫।

You may also like