নিউমোনিয়ায় বছরে ৫০ হাজার শিশু মারা যায়

নিজস্ব প্রতিবেদক
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫০ হাজার শিশু মারা যায়। এদের মধ্যে বেশির ভাগেরই বয়স পাঁচ বছরের কম। তবে সচেতন হলেই এই মরণঘাতী রোগ বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব। কাল শুক্রবার সারা বিশ্বে পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস’। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সেভ দ্য চিলড্রেন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশিষ্ট শিশুবিশেষজ্ঞ ও সাংসদ এম এস আকবর বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশেই এ রোগের টিকা (ভ্যাকসিন) উত্পাদন করতে হবে। বিদেশিদের ওপর নির্ভর করে এটি প্রতিরোধ করা যাবে না।
সাংসদ আরও জানান, ২০১১ সালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে নিউমোনিয়া প্রতিরোধে ‘নিমোকককাস’ নামের একটি নতুন টিকা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ারের পরিচালক এ বি এম জাহাঙ্গীর আলম বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদর হাসপাতালে নিউমোনিয়ার পর্যাপ্ত ওষুধ রয়েছে। তিনি নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শও দেন।
সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা ছাড়াও দেশের বিশিষ্ট শিশুবিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Exit mobile version