গবেষকদের মতে, ব্যস্ত সড়কের পাশে যত্রতত্র দৌড়ানো স্বাস্থ্যসম্মত নয়।
■ ই-হেলথ২৪ ডেস্ক
হূদেরাগে আক্রান্ত হওয়ার মূল কারণ কী? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই কঠোর পরিশ্রম ও মানসিক চাপের কথা বলবেন। কিন্তু নতুন গবেষণার ফলাফল সূত্রে বিজ্ঞানীরা দাবি করছেন, হূদরোগে আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে দূষিত বায়ুতে নিয়মিত শ্বাস-প্রশ্বাস চালানো। সম্প্রতি দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাবিষয়ক নিবন্ধে এ কথা জানা যায়।
গবেষণার ফলাফলের কথা উল্লেখ করে গবেষকেরা দাবি করছেন, যেসব ব্যক্তির হূদেরাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাদের মধ্যে প্রথমেই রয়েছেন ঘন ঘন যানজটের শিকার গাড়িচালক ও পথচারীরা। রাস্তার ধূলি ও গাড়ির কালো ধোঁয়ার কারণে সৃষ্ট বায়ুদূষণের বিরূপ প্রভাবই তাদের এই দুর্গতির কারণ বলে জানান গবেষকেরা। তাঁরা বলেন, দূষিত বাতাসে প্রচুর পরিমাণে ধূলি ও কালির মিহি কণা থাকে। এসব দূষিত পদার্থ ফুসফুসে গিয়ে প্রদাহ সৃষ্টি করে। এর বিরূপ প্রভাব পড়ে হূৎপিণ্ডেও।
ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল অ্যান্ড রেসপিরেটরি মেডিসিনের অধ্যাপক জন আইরেস বলেন, ধূলি ও কালির কণা গিয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে শরীরের ভেতর গিয়ে ফুসফুসের সমস্যার ঝুঁকি বাড়ায় এবং রক্ত আরও আঠাল করে তোলে। এতে ধমনিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি বাড়ে, যা পরবর্তী সময়ে গুরুতর হূদরোগের কারণ ঘটায়।
দূষিত বায়ু কেবল হূদেরাগ, মস্তিষ্কে স্ট্রোক ও ক্যানসারের কারণ ঘটায় না, যাদের হাঁপানি রোগ আছে, তাদের এই সমস্যাকে এটি মারাত্মক করে তুলতে পারে। ডেইলি মেইল অনলাইন।