নির্বাচিত
দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু: চিকিৎসকের ওপর স্বজনদের হামলা
সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যুর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসকের ওপর হামলা চালিয়েছেন স্বজনরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল কর্মী রাহিম ইসলামের তিন বছরের ছেলে নিশাত গুরুতর আহত হয়। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু শিশুটির মাথার খুলি ভেঙে মগজ বের হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে সাতক্ষীরায় রেফার করেন। পথে খানপুর এলাকায় শিশুটির মারা যায়।
এর পর স্বজনরা অ্যাম্বুলেন্সসহ আবার স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসে জরুরি বিভাগে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক আবদুল আজিজের ওপর হামলা চালান।
এতে বাধা দিলে আব্দুর রহমান নামে স্থানীয় একজন রাজনৈতিক নেতা ও তার গাড়িচালক নুরুজ্জামান তাদের হামলার শিকার হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
ডা. আবদুল আজিজ বলেন, ‘শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে গিয়েছিল। উপজেলা হাসপাতালে এমন রোগীর চিকিৎসা সম্ভব নয়, তাই সাতক্ষীরায় রেফার করা হয়। পরে হঠাৎই একদল লোক আমার ওপর হামলা চালায়।’
শিশুর পিতা রাহিম ইসলামের এক স্বজন আব্দুল্লাহ দাবি করেন, ‘আমরা ডাক্তারকে শিশুটির অবস্থা দেখে এখানেই চিকিৎসা করতে অনুরোধ করেছিলাম। তিনি রেফার করায় শিশুটি পথে মারা যায়। এরপর কিছু আত্মীয়–স্বজন ক্ষুব্ধ হয়ে আচরণ করেছিল, তবে আমরা মারামারি ঠেকানোর চেষ্টা করি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএপপিও) জিয়াউর রহমান বলেন, ‘হামলার সময় হাসপাতালে রোগী ও চিকিৎসকরা চরম আতঙ্কে ছিলেন। চিকিৎসকরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।’
হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।