প্রধান খবর
৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন, নিয়োগ শিগগিরই
৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত তিন হাজার ২৮৬ জন চিকিৎসকের স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষ হলে দ্রুতই তাঁদেরকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।
বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিদ্যমান চিকিৎসক সংকট নিরসনের লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার ছয়জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট তিন হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষ হলে দ্রুতই নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএসসহ মোট চারটি নিয়মিত বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার পর স্বাস্থ্য ক্যাডারে আর কোনো শূন্য পদ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সহকারী সার্জনের চার হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের ১৫০টি পদ শূন্য। এসব শূন্য পদে নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের সুপারিশপ্রাপ্ত চিকিৎসক এবং অন্যান্য বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা যোগ দিলে কার্যত নতুন কোনো পদ খালি থাকবে না। ফলে ৪৮তম বিশেষ বিসিএসে পদ বাড়ানোর আর সুযোগ নেই।
মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে এই বিসিএসের জন্য তিন হাজার পদের অনুমোদন ছিল। পরে আরও ৫০০ পদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই বিশেষ বিসিএস প্রক্রিয়া মাত্র পাঁচ মাসের মধ্যে সম্পন্ন হচ্ছে, যা বিসিএসের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এ পর্যন্ত প্রায় ৪১ হাজার চিকিৎসক এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যারা নির্বাচিত হননি, তাদের সঙ্গে সাম্প্রতিক সময়ে নতুনভাবে পাস করা প্রায় পাঁচ হাজার চিকিৎসক যুক্ত হয়েছেন। ফলে এখন প্রায় ৪৩ হাজার চিকিৎসক সরকারি চাকরির অপেক্ষায় আছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অপেক্ষমাণ ও নতুন পাস করা চিকিৎসকদের সরকারি চাকরির ন্যায়সংগত সুযোগ নিশ্চিত করতে হলে নতুন পদ সৃষ্টি করতে হবে। তবে বর্তমান বিশেষ বিসিএসে অতিরিক্ত পদ বাড়ানোর কোনো সুযোগ নেই।