নির্বাচিত

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হলেন ডা. আব্দুল্লাহ আল মামুন

Published

on

বিএনপিপন্থী চিকিৎসকদের একমাত্র সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল ঘোষিত কমিটিতে অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি করে ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। এছাড়া ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব পদে মনোনীত হয়েছেন যশোরের সন্তান ও দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ডেন্টাল সেবা কেন্দ্র ‘ডেন্টিস্ট পয়েন্টের’ পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন।

মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সন্তান ডা. ডা. আব্দুল্লাহ আল মামুন বর্তমানে ঢাকা ডেন্টাল কলেজে ডেন্টাল সার্জন পদে কর্মরত থাকার পাশাপাশি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন।

এরআগে তিনি ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নকালে জাতীয়তাবাদী আদর্শের সক্রিয় রাজনীতি শুরু করেন। এ সময় কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ভিপি ও এজিএস নির্বাচিত হয়েছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদানের পর তিনি ড্যাবের সক্রিয় রাজনীতি শুরু করেন। তিনি ড্যাব ডেন্টাল কমিটির সাংগঠনিক সম্পাদক, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি ও মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের পাশাপাশি সংগঠনের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে ডা. হারুন আল রশীদ সভাপতি এবং ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ৪৫ জন সহ সভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১ জন যুগ্ম মহাসচিব রয়েছে। এ ছাড়া সাংগঠনিক-সহসাংগঠনিক, সম্পাদকীয় বিভিন্ন পদসহ সদস্য পদ মিলে সর্বমোট ২৭৬ জন চিকিৎসক স্থান পেয়েছেন কমিটিতে।

Trending

Exit mobile version